রাসুল স. ছিলেন নিরক্ষর, পড়তে জানতেন না, তাঁর কাছে প্রথম ওহি আসল—ইকরা...পৃথিবীর সর্বাধিক পঠিত কুরআন আপনি কি পড়তে পারেন? বইটির নাম কুরআন, যার অর্থই পঠিত, আকাশ থেকে নাযিল হওয়া বইগুলোর অন্যতম, আরবি ভাষায় সারা পৃথিবীর মানুষ পড়ছে এবং এই একটিমাত্র বই, মানুষ যা অলৌকিভাবে মুখস্থ রাখতে পারে। অথচ, আপনি পড়তেই পারছেন না!
ইংরেজিতে একটি কথা আছে, ‘It’s better to be late than never.’ উপযুক্ত শিক্ষা, পরিবেশ, সুযোগ ও ইচ্ছা না থাকার কারণে এমনটি হয়ে থাকলেও, এখন আপনার সামনে কুরআন পড়তে শেখার সুযোগটি অবারিত। ইলাননূর ইন্সটিটিউট আপনার দোরগোড়ায়, অনলাইনে, স্বল্প সময়ে সাবলীল ও শুদ্ধ উচ্চারণে, পরীক্ষিত কারিকুলাম ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে কুরআন পড়তে শেখার এই সুযোগ করে দিচ্ছে।
শুধু ইচ্ছে থাকলেই আপনি যে কোন বয়সেরই হোন না কেনো--
আপনি জীবনে কত বই পড়েছেন! আর আল্লাহ্ সুবহানাহু'তাআলা আপনাকে সারা জীবনে একটি মাত্র কুরআন পড়ার জন্য নাযিল করেছেন। কুরআনটি পড়তে কি আপনি শিখবেন না!